চাকমা লোকসাহিত্য (পিডিএফ)

ভূমিকা:
রাঙ্গামাটি সরকারি কলেজে কর্মরত থাকাকালে (১৯৭৬-১৯৮৯) চাকমা সাহিত্য সংস্কৃতির সঙ্গে পরিচিত হবার সুযোগ লাভ করি। 'চাকমা লোকসাহিত্য' প্রণয়নে আমি অনুপ্রাণিত হয়েছি সতীশচন্দ্র ঘোষের 'চাকমা জাতি' গ্রন্থ পাঠ করে। দীর্ঘদিন ধরে উপাত্ত সংগ্রহ করেছি। যাঁদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে উপকৃত হয়েছি—রাজমাতা বিনীতা রায়, কুমার কোকনদাক্ষ রায়, সলিল রায়, অশোক কুমার দেওয়ান, সুরেন্দ্রলাল ত্রিপুরা— তাঁদের কেউই আজ ইহলোকে নেই ।

গ্রন্থটি প্রকাশে উৎসাহিত করেছেন বন্ধুবর জনাব চৌধুরী হারুন আকবর ও জনাব শামসুল করিম কয়েস। উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট গ্রন্থাগার ব্যবহারে সহায়তা করেছে আমার প্রাক্তন ছাত্রী ইনস্টিটিউটের লাইব্রেরিয়ান কাম জাদুঘর সহকারী স্নেহভাজন হীরা রাণী বড়ুয়া। গ্রন্থের পাণ্ডুলিপি পরিমার্জনে প্রয়োজনীয় পরামর্শ এবং চাকমা ভাষার উদ্ধৃতাংশ সংশোধন করে দিয়েছেন মি. মৃত্তিকা চাকমা ও মি. সোনামনি চাকমা। সূচীপত্রের প্রধান নির্বাহী জনাব সাঈদ বারী সানন্দে গ্রন্থটি প্রকাশনার দায়িত্ব গ্রহণ করেছেন। এঁরা সকলেই ধন্যবাদার্হ ।
- নন্দলাল শর্মা


চাকমা লোকসাহিত্য
লেখক: নন্দলাল শর্মা
ভাষা: বাংলা
আকার: 3.3 MB
Post a Comment (0)
Previous Post Next Post