চাকমা ভাষা সন্দর্শন (পিডিএফ)

প্রাসঙ্গিক কথা:
সম্প্রতি চাকমা সমাজে চাকমা ভাষা তথা চাকমা সাহিত্যের প্রতি সর্বসাধারণের মনে যে শ্রদ্ধাবোধ জাগ্রত হয়েছে তা সাম্প্রতিককালের মধ্যে বিবিধ গ্রন্থকার কর্তৃক চাকমা বর্ণমালার পরিচিতিমূলক বই এবং অন্যান্য আলোচনা বিষয়ক বই প্রকাশনা থেকেই বেশ সহজে অনুধাবন করা যায়। এমতাবস্থায় চাকমা সাহিত্য আরো গভীরভাবে পঠন-পাঠনের জন্য এবং আলোচনার উত্তম এবং সহজ উপায় উদ্ভাবনের জন্য নানামুখী বিচার বিশ্লেষণধর্মী বই সর্বকালের বিদ্ধজনসম্মত রুচিশীল সাহিত্য সৃষ্টি বর্তমানে অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। তজ্জন্য ও রকম আলোচনার সৌন্দর্যার্থেই আমার এই গ্রন্থখানা রচিত করবার ক্ষুদ্র প্রয়াস মাত্র। বইটি অবশ্য কোন গবেষণা গ্রন্থ নহে। শুধুমাত্র প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে এবং যথাসম্ভব ধ্বনি সম্পর্কিত মৌলিক বিষয়ের কিঞ্চিৎ সংযোজন করা হয়েছে।

ভাষা সম্পর্কিত আলোচনা অকুল পাথারহীন মহাসাগরের অগাধ জলরাশী এবং তার গহন তলে অজানিত প্রাণী জগত সম্পর্কে চুলচেরা হিসাব করার মতন। তাই আমার এ প্রয়াস সাহিত্য মহাসাগরের পুলিনে বসে তার অগণিত উর্মীমালার নৈকট্য লাভের চেষ্টা মাত্র।

এখানে যে সব তথ্যাবলীর নাতিদীর্ঘ আলোচনার সন্নিবেশ সংঘটিত করানো হয়েছে, তা' আমার কোনো মৌলিক চিন্তার ফসল নহে। সবই জনাব মুহম্মদ আবদুল হাইয়ের “ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব” এবং জনাব কাজী রফিকুল হক সাহেবের “ভাষা সন্দর্শন ভাষাতত্ত্ব ও ধ্বনিতত্ত্ব” বই দু'টি হতে আহৃত অকিঞ্চিৎকর আলোক সংকেত মাত্র। ইহা ছাড়া শ্রী অশোক কুমার দেওয়ান, শ্রী সুহৃদ চাকমা এবং শ্রী সুগত চাকমার বিভিন্ন প্রবন্ধ হতে প্রাপ্ত বস্তুনিষ্ঠ এবং সারগর্ভ উপাদানও আছে। তজ্জন্য তাঁদের সবার কাছে আমি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ রইলাম। জনাবা মোকাররমা বেগমের (ভাষাবিদ) নাম ও এখানে স্মরণ না করলে সত্যের অপলাপ হয়, তাই বানান বিভ্রাট সম্পর্কিত তাঁর আলোচনার উদ্ধৃতির কৃত ঋণের জন্য তাঁর দিক নির্দেশনা ও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি।

চাকমা ভাষায় ধ্বনিতত্ত্ব বিষয়ক সমুদয় সমস্যাদি সম্পর্কে সুশৃঙ্খল আলোচনার জন্য ভবিষ্যৎ গবেষকগণ সে বিষয়ে আমার বাইয়ের সূত্র ধরে আরো জটিল এবং দূরূহ তত্ত্বের অবতারনা করবেন এবং যথার্থ মীমাংসা দেবেন সে বিশ্বাসে আমার ধ্যান ধারণার ফল লিপিবদ্ধ করে গেলাম। সর্বশেষে এই ক্ষুদ্র বইটি শাধারণ পাঠক এবং সাহিত্য শিক্ষার্থীর উৎসাহের এতটুকু নিবৃত্তি ও প্রয়োজন মেটাতে পারলেই আমার শ্রম সার্থক মনে করব।

- প্রিয়দর্শী শীসা

চাকমা ভাষা সন্দর্শন
লেখক: প্রিয়দর্শী শীসা
ভাষা: বাংলা
আকার: 4.9 MB
Post a Comment (0)
Previous Post Next Post